
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। সিলেট ভেন্যু দিয়ে শুরু হওয়ার বিপিএলের এবারের আসরে ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়, ২৩ জানুয়ারি।
২ ডিসেম্বর মঙ্গলবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রকাশিত সূচি অনুযায়ী, বিপিএলের এবারের আসর শুরু হবে সিলেট ভেন্যু দিয়ে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ২ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারও একই দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেট পর্ব শেষে ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ১২ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল চলে আসবে ঢাকায়। আসরের বাকি ১০টি ম্যাচ ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা পর্বে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের ১২তম আসর।
এবারের বিপিএলে ছয়টি দল অংশ নিচ্ছে। ইতিমধ্যে নিলামের মাধ্যমে
ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছে।